ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
চুনারুঘাটে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত তিন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে চুনারুঘাট নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক দুইজন মারা যাওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার ঝিকুয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), হবিগঞ্জ শহরের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর ময়েে তামান্না আক্তার (২৫)।  এদের মধ্যে তানিম ইজিবাইকের চালক ও বাকিরা যাত্রী।

তিনি জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান  দুর্গাপুরে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে কাভার্ডভ্যানের  মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক চালক তানিম এবং সুফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তামান্নার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটো জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।