ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে মো. বাবলু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবলু ওই উপজেলার বালিয়াডাংগা তেলিপাড়ার বাসিন্দা।

জানা গেছে, বিকেলে কল্যাণপুর এলাকায় ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভটভটি থাকা যাত্রী বাবলু গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বাবুলকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্থানীয়দের সহায়তা দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভটভটি জব্দ করা হয়েছে। তবে যানবাহন দুইটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।