নাটোর: নাটোরে সার বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ফয়সাল ইসলাম সেলিম (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের হেলপার।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক চালক ফয়সাল ইসলাম সেলিম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জলিলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) এ এন এম মাসুদ এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে খুলনা থেকে সার বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গুরুতর আহত হন চালক ও হেলপার।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ফয়সালের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরএ