ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাচারের সময় ২১টি সুন্ধি কাছিম উদ্ধার করে পুকুরে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
পাচারের সময় ২১টি সুন্ধি কাছিম উদ্ধার করে পুকুরে অবমুক্ত

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় ২১টি সুন্ধি কাছিম উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার মানিক ফকিরের মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।

এ সময় কাছিম সংরক্ষণের দায়ে মানিক ফকির ও ফারুক নামে দুই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারিদের কাছ থেকে কিনে ঢাকায় পাচার করতে চেয়েছিলেন ওই ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।