ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে আগুনে প্রাণ হারালেন বৃদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ফেনীতে আগুনে প্রাণ হারালেন বৃদ্ধা

ফেনী: ফেনীতে আগুনে পুড়ে গেল বসতঘর। আর সেই আগুনে পুড়ে অঙ্গার হয়ে প্রাণ হারালেন প্যারালাইজড বৃদ্ধা জাকিয়া খাতুন (৬৫)।

এ সময় গৃহকর্ত্রী হোসনে আরা বেগম ও মেয়ে পারভDন আক্তার (২২) দৌড়ে বের হয়ে প্রাণ রক্ষা পেয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের দেওয়ান আলীর বাড়ির রমজান আলীর ঘরে আগুন লাগে।

গৃহকর্ত্রী হোসনে আরা বেগম ও বাড়ির লোকজন জানান, ভোরে ফজরের নামাজের জন্য উঠলে ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়ির লোকদের ডাকতে থাকেন। মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন উপস্থিত হয়ে পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট যৌথভাবে আগুন নেভায়। আগুনে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পুড়ে বিছানায় অঙ্গার হয়ে প্রাণ হারান প্যারালাইজড বৃদ্ধা জাকিয়া খাতুন।

বাড়ির হোসেন আহমদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে গোয়ালঘর ও রান্নাঘর থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও কাপড়-চোপড়সহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। রমজান আলী প্রবাসে থাকলেও খুব ভালো অবস্থায় নেই। তাকে এখনো মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। শুক্রবার জুমার নামাজের পর জাকিয়া খাতুনের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

ফেনী ফায়ার স্টেশনের কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।