ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন ঘণ্টা পর কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
তিন ঘণ্টা পর কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু

ঢাকা: পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বন্ধ ছিল ট্রেন চলাচল। তিন ঘণ্টা পর বেলা ১টা ১০ মিনিটের দিকে তা চালু হয়েছে।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলানিউজকে বলেন, একতা এক্সপ্রেস স্টেশন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা একটার কিছু সময় পরে ট্রেন চলাচল শুরু হয়।

এ ঘটনায় ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব হয়েছে৷

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এনবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।