ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
সৈয়দপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দেয়াল ধসে সামির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরের সাহেবপাড়া গেট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, সামির ও তার বন্ধুরা ক্রিকেট খেলছিল। একপর্যায়ে বলটি পাশের একটি পুরাতন বাড়ির সানসেডে আটকে যায়। বল নামাতে ওই সানসেডে ওঠার চেষ্টাকালে দেয়ালটি ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে সামির। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে  সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে।

নিহত সামির হোসেন শহরের মিস্ত্রিপাড়ার মো. নাদিমের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বাংলানিউজকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।