ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাইমচরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
হাইমচরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

চাঁদপুর: জেলা হাইমচর উপজেলা বিএনপির ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৩ জানুয়ারি) রাতে হাইমচর থানা পুলিশ তাদের আটক করে।

পরদিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নতুন মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- হাইমচর উপজেলা বিএনপি সদস্য আক্তার হোসেন মিলন, সাবেক সদস্য সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. জুয়েল মিজি, ২ নং আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মো. জুয়েল হোসাইন, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. দুলাল বেপারী, যুবদল ওয়ার্ড যুগ্ম সম্পাদক আল আমিন, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, ২ নং আলগী উত্তর ইউনিয়ন ছাত্রদল সদস্য হোসেন ছৈয়াল উপজেলা কৃষকদল যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন।

বিষয়টি নিশ্চিত করে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, বিএনপির বিভিন্ন পদধারী ৯ জনকে মহজমপুর মিলনের বাড়ি থেকে এক সঙ্গে আটক করা হয়। তাদের কাছ থেকে নির্বাচনবিরোধী লিফলেট, প্ল্যাকার্ড এবং লাঠি পাওয়া গেছে।  

পরে নাশকতার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর আসামিদের আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।