ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদী পৌরসভার শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন মোটরসাইকেলচালক বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০)।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। পথে শারমিন ক্লিনিকের সামনে এলে খড়বাহী একটি ভ্যান অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে অপরজনের পরিচয় জানা যাবে।

ওসি জানান, এ ঘটনায় সাকুরা পরিবহনের চালক বরগুনার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে। তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ