ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
সেখান থেকে বিপুল পরিমান ককটেল, পেট্রল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালানোর কথা জানায় বাহিনীটি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমারান খান জানান, জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
পিএম/জেএইচ