ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় ৯০ বছর বয়সী এক বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়েন।  

রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর ৩ আসনের রাখালিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 
মৃতের নাম - আয়েশা বেগম। রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা তিনি।

রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আয়েশা বেগম ভোট কেন্দ্রে ভোট দিতে যান। কিন্তু ভোট দিয়ে তিনি বাড়ি ফিরতে পারেননি। কেন্দ্রেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক। নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। তিনি আওয়ামী পরিবারের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭,  ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।