ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নসিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নসিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত 

নাটোর: নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত নসিমন (ভুটভুটি) উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার সময় উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ওই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবি বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁয় এক আত্মীয়ের মারা যাওয়ার খবর পেয়ে সেখান যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে বাড়ি থেকে বের হন চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবি বেগম। তারা আজিমনগর স্টেশনে ট্রেন ধরার জন্য নসিমন (ভুটভুটি) নিয়ে রওনা দেন। পথে লালপুর উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।  

এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান এবং গুরুতর আহত হন তার স্ত্রী আরবি বেগম। স্থানীয়রা আহত আরবিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম বাংলানিউজকে জানান, ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে মাত্র।  

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।  

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওসি বলেন, দুর্ঘটনার পর ওই নসিমনচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ