ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার নতুন উপজেলা হচ্ছে ‘পাটকেলঘাটা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
সাতক্ষীরার নতুন উপজেলা হচ্ছে ‘পাটকেলঘাটা’

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার জেলা প্রশাসককে পাটকেলঘাটা উপজেলা গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই পত্রে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২২ আগস্ট ২০২১ তারিখের ১১৬ নম্বর স্মারকের পত্র এবং ২৪ অক্টোবর ২০০৪ তারিখের ১৮৫ নম্বর স্মারকের নীতিমালার আলোকে সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে বিভক্ত করে ‘পাটকেলঘাটা’ উপজেলা গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সূত্র মতে, আয়তনের দিক থেকে বাংলাদেশের অষ্টম বৃহত্তম জেলা হলেও সাতক্ষীরা ‘বি’ ক্যাটাগরির জেলা। তাই দেশের অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম উন্নয়ন বরাদ্দ পায় এ জেলা। পাটকেলঘাটা উপজেলায় উন্নীত হলে জেলার উপজেলার সংখ্যা হবে ৮টি এবং সাতক্ষীরা ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত হবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।