ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মারা গেল একসঙ্গে জন্ম নেওয়া সেই চার নবজাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
মারা গেল একসঙ্গে জন্ম নেওয়া সেই চার নবজাতক

ফরিদপুর: ফরিদপুর শহরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের সবাই মারা গেছে।  

শুক্রবার (১২ জানুয়ারি) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বৈশাখী রায় (২৩) চার পুত্রসন্তানের জন্ম দেন।

একদিন যেতে না যেতেই শনিবার (১৩ জানুয়ারি) রাত দেড়টায় দুজন ও রাত ৪টার দিকে বাকি দুজন মারা যায়। পরে সকালে শহরের অম্বিকাপুর শ্মশানে মৃত চার নবজাতককে একসঙ্গে সমাহিত করা হয়।

রোববার (১৪ জানুয়ারি) সকালে নবজাতকদের বাবা রাজন বিশ্বাস মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন।  

চার নবজাতকের জননী বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে। তার স্বামী রাজন বিশ্বাসের (২৬) বাড়ি রাজবাড়ী জেলার ভাজনচালা এলাকায়। সেখানের বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে তিনি।  

২০১৯ সালে বৈশাখীর সঙ্গে রাজনের পারিবারিকভাবে বিয়ে হয়।  পাশের রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাসের (২৬) সঙ্গে। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী। রাজন-বৈশাখী দম্পতির এবারই প্রথম সন্তান হয়।

আরও পড়ুন>> ফরিদপুরে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।