ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁদপুর কারাগারে হাজতি অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
চাঁদপুর কারাগারে হাজতি অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর জেলা কারাগারের হাজতি বজলাল পাটিকরের (৬২) মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

বজলাল চাঁদপুরের কচুয়া উপজেলার করৈয়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, গত ২৮ ডিসেম্বর হত্যা মামলার আসামি বজলালকে কারাগারে আনা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রোববার সকাল পৌনে ৭টার দিকে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে কারাগারের স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসা দেন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে আমি মরদেহ পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।