ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে খেলছিল ছোট্ট সীমা, প্রাণ গেল ট্রাক্টরচাপায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
রাস্তার পাশে খেলছিল ছোট্ট সীমা, প্রাণ গেল ট্রাক্টরচাপায়

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তার পাশে খেলার সময় ট্রাক্টরচাপায় মাহাফুজা আক্তার সীমা (৭) নামে একটি শিশু প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। শিশুটি সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কের পাশে সীমাসহ কয়েকটি শিশু খেলছিল। এসময় মাটিবাহী একটি ট্রাক্টর পেছন থেকে সীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক ও মালিকের নামে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।