ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহনপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ দুই ভ্যানযাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
মোহনপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ দুই ভ্যানযাত্রীর

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

 

শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সইপাড়া দক্ষিণ জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিকশাভ্যানের চালক সিরাজুল ইসলাম (৫০) এবং রিকশাভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ্ (১২)। তাদের সবারই বাড়ি এই উপজেলার বাড়ইল গ্রামে। রিকশাভ্যান যাত্রীরা সবাই হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে যাচ্ছিলেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পাওয়া যায়নি।

মোহনপুর থানার পুলিশ পরিদর্শক  (ওসি তদন্ত) আফসের আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি সইপাড়া এলাকায় এসে পৌঁছালে ওই রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

এতে রিকশাভ্যানের দুই যাত্রী গুরুতর জখম হন। পরে তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার পর ঘাতক বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

আইনি ব্যবস্থা নেওয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।