ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেললাইনে বসে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন ২ বন্ধু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
রেললাইনে বসে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন ২ বন্ধু শাকিল ও মজিবর

জামালপুর: কানে ইয়ার ফোন দিয়ে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু।

সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার রোকনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২১) ও শাহিদের ছেলে মজিবর রহমান (১৯)।  

স্থানীয়রা জানান, দুপুরে রেললাইনের ওপরে বসে মোবাইল ফোনে গেমস খেলছিলেন শাকিল ও মজিবর। তাদের কানে ছিল ইয়ার ফোন। রেলের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের সরে যেতে বললেও তারা সরেননি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।  

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কানে ইয়ার ফোন দিয়ে মোবাইল ফোনে গেমস খেলার কারণে ট্রেন আসার শব্দ শোনেননি ওই দুই তরুণ। এজন্য তারা ট্রেনে কাটা পড়েন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।