ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৯০০ কেজি চোরাই চিনিসহ ২ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
৩৯০০ কেজি চোরাই চিনিসহ ২ কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহে ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চোরাই চিনিসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর সদস্যরা। এ সময় চিনি বহনকারী একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) রাতে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার আকনপাড়া এলাকার মৃত অনিল চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৪৭) ও একই উপজেলার রঘুনাথপুর এলাকার হাসমত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৬)।  

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, হালুয়াঘাটের সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ চিনি ময়মনসিংহ হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ২২ জানুয়ারি রাতে শম্ভুগঞ্জ এলাকায় একটি পিকআপভ্যানে তল্লাশি করা হয়। সে সময় ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।