ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দপ্তরির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
ফেনীতে স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দপ্তরির মৃত্যু 

ফেনী: জেলার ছাগলনাইয়া উপজেলার ছালেমা নাজির উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দপ্তরি শাকিলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে স্কুলের নতুন ও পুরাতন ভবনের মাঝখানের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল ২ বছর ধরে ওই স্কুলের দপ্তরির দায়িত্বে ছিলেন। তিনি স্কুলের পার্শ্ববর্তী বাথানিয়া এলাকার ফয়েজ আহমেদ দপ্তরি বাড়ির ইলিয়াস সোহাগের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত দুই বছর ধরে ওই স্কুলে দপ্তরির কাজ করে আসছিলেন শাকিল। মঙ্গলবার তিনি স্কুলের নতুন ভবন ও পুরাতন ভবনের মাঝখানে দ্বিতীয় তলার কার্নিশে দাঁড়ালে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিলের বাবা সোহাগ জানান, আমার ছেলে ২ বছর ধরে স্কুলে কাজ করছিল। এখনও তার চাকুরি স্থায়ী হয়নি। আজ বিকেলে তার মৃত্যুর খবরে আমরা হতবাক হয়ে পড়ি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।