ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
আদিতমারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭২) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় জানান, ওই মহাসড়ক পার হওয়ার সময় বালু পরিবহনের একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক বৃদ্ধা। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 ওই সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধার কোনো নামপরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।