ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিরাপদ খাদ্য দিবসের র‌্যালিতে থাকছেন ফেরদৌস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
নিরাপদ খাদ্য দিবসের র‌্যালিতে থাকছেন ফেরদৌস ফাইল ছবি

ঢাকা: জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি)। মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করতে প্রতি বছর এই দিন নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়।

এরই অংশ হিসেবে শুক্রবার সাড়ে ৮টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও সাইকেল র‍্যালির আয়োজন করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ (বিএফএসএ)।  

আর র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

র‍্যালিটি রাজধানীর রমনায় অবস্থি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন, শাহবাগ হয়ে বিএফএসএ এর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হবে।

মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ২০১৮ সালে প্রথমবার দেশে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। পরে সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন করতে ২ ফেব্রুয়ারি দিবসটি জাতীয়ভাবে পালনের ঘোষণা ঘোষণা দেওয়া হয়।

এই বছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‌‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।