ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জনকে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জনকে নিয়োগ

ঢাকা: ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জন প্রার্থীকে ১০ম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।  

রোববার (১১ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এনবিআররের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সুপারিশে এবং মেডিকেল বোর্ড প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের আলোকে তাদের নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আগামী ১১ মার্চ পদায়ন করা সংশ্লিষ্ট কর্মস্থলে/কমিশনারেটে যোগদানের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, প্রার্থী তার যোগদানপত্র পদায়নকৃত কর্মস্থলে দাখিল করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।