ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাষা শিক্ষা-দক্ষতা বাড়াতে সহায়তা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
ভাষা শিক্ষা-দক্ষতা বাড়াতে সহায়তা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

ঢাকা: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াটলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের টিম লিডার জুরাটি স্মালস্কিসটি (Ms. Jurate Smalskyste)।

প্রতিনিধি দল সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও বাংলাদেশে সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধি দল বাংলাদেশের নারীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে সহযোগিতা করতে চান। যাতে করে বাংলাদেশের নারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।