ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আটটি ইউনিট কাজ করে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর-১২ এর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায় বেলা ১২টা ৫৭ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।  

আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।