ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘এসডিকে’ গ্রুপ প্রধানসহ ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
‘এসডিকে’ গ্রুপ প্রধানসহ ৩ সদস্য গ্রেপ্তার

ফেনী: জেলায় কিশোর গ্যাং এসডিকে গ্রুপের প্রধানসহ তিন সদস্য গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।


 
এরআগে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতব্যাপী অভিযান চালিয়ে শহরের রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চুরি ও একটি হোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তাররা হলেন, ওই গ্রুপের প্রধান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পসিয়াখালী এলাকার (বর্তমানে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার) মো. মিলনের ছেলে মো. রাব্বি (২০), ফেনী পৌর এলাকার পশ্চিম মধুপুর এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৌহিদুল সাগর (১৭), সদর উপজেলার ধলিয়া এলাকার মো. হেলালের ছেলে মো. ফখরুল (২০)।

এ ঘটনায় ফেনীস্থ র‌্যাব-৭ এর এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। উদ্ধার করা দেশি অস্ত্রগুলোসহ তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।