ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা: শ্রম প্রতিমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা: শ্রম প্রতিমন্ত্রী 

গোপালগঞ্জ: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে সরকা‌রের। বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর দেশ।

আমরা চেষ্টা করছি, বেকার জনশক্তিকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠাতে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যারা অশিক্ষিত বেকার, তারা না বুঝে দালালদের মাধ্যমে বিদেশে যাচ্ছেন। এটি বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে। আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।