ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে পরিবহনে  চাঁদাবাজি, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
শ্যামপুরে পরিবহনে  চাঁদাবাজি, আটক ৩

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকায় পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় ৩ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলেন- মো. মনির হোসেন (৪২), মো. সানি বেপারী (২৬), ও মো. পারভেজ হোসেন (২৭)।

অভিযানে তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৫ হাজার ১৬০ টাকা এবং ২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।  

শুক্রবার (১৫ মার্চ) বিকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটকরা বেশ কিছুদিন ধরে রাজধানীর শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে এবং সেই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।