ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ জেলায় তাপপ্রবাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
৩ জেলায় তাপপ্রবাহ

দেশের তিন জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। চলতি গ্রীষ্ম মৌসুমের প্রথম তাপপ্রবাহ এটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে শনিবার (১৬ মার্চ) থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (১৭ মার্চ) এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

কক্সবাজারে শনিবার দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৭ ও চট্টগ্রামে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার এ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তবে, দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৮ মার্চ) সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৯ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সপ্তাহের শেষ দিকেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।