ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
বাঘায় বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক

রাজশাহী: রাজশাহীর বাঘা থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ সদর দপ্তরের একটি দল বুধবার (২০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হেলালপুর গ্রাম থেকে তাকে আটক করে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

আটক অস্ত্র কারবারির নাম মো. রতন (৩০)। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। বাবার নাম মৃত রেকাত হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রতন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।