ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রলারডুবির ঘটনায় মিলল আরও দুই মরদেহ, এখনও নিখোঁজ এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
ট্রলারডুবির ঘটনায় মিলল আরও দুই মরদেহ, এখনও নিখোঁজ এক

কি‌শোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট আটজনের মরদেহ উদ্ধার করা হলো।

এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।

ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে’র মরদেহ উদ্ধার করা হয়েছে। এখ‌নো উদ্ধার অভিযান চলমান র‌য়ে‌ছে।

ট্রলারডু‌বিতে নিহতরা হলেন-ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, তাঁর স্ত্রী মৌসুমী বেগম, তাদের সাত বছর বয়সী মেয়ে ইভা, শিশু আরাধ্য, রুপা দে, সুবর্না আক্তার, নরসিংদী জেলার বেলাবো উপজেলার আনিকা ও বেলন দে ।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী‌তে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় পর্যটকবাহী ট্রলার। এ‌তে হতাহ‌তের ঘটনা ঘ‌টে।

বাংলা‌দেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।