ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্রলারডুবি, দুইদিন পর নদীতে ভাসছিল নিখোঁজ শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
বাগেরহাটে ট্রলারডুবি, দুইদিন পর নদীতে ভাসছিল নিখোঁজ শ্রমিকের মরদেহ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মোকছেদ হাওলাদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  

শুক্রবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মোংলা উপজেলার দিগরাজের টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মোকছেদ খুলনা জেলার রুপসা উপজেলার রহিমনগর এলাকার মফিজ উদ্দিন হাওলাদেরের ছেলে।

এর আগে গত বুধবার (২৭ মার্চ) রাতে মোংলার বিদ্যার বাহন এলাকায় পশুর নদীতে ঝড়ের কবলে পড়ে। এতে অন্যান্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শ্রমিক মোকছেদ হাওলাদার নিখোঁজ থাকেন। পরে খবর পেয়ে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযান চালালেও, সন্ধান পায়নি শ্রমিক মোকছেদের।

মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।