খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অপহরণের শিকার এক শিক্ষার্থীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন রাকিব হোসেন (১৭) ও আমিনুল ইসলাম (২৫)।
এসপি বলেন, গত ৩০ মার্চ মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি সরকারি কলেজে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে (১৭) রাকিবসহ কয়েকজন জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরিবার তার খোঁজখবর না পেয়ে মাটিরাঙ্গা থানাকে জানালে পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং রাকিব ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান এসপি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এডি/এইচএ