ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার-বেশি দামে ওষুধ বিক্রি, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার-বেশি দামে ওষুধ বিক্রি, জরিমানা

ফেনী: অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মূল মূল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছিল ফেনী শহরে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন অভিযোগ পেয়ে অভিযান চালায়।

এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩১ মার্চ) দুপুরে ফেনী শহরে এ অভিযান পরিচালিত হয়। ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করছিল সৌদিয়া রেস্টুরেন্ট, আল-ফাহাম রেস্টুরেন্ট। মূল মূল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করছিল মেডিশপ ফার্মেসি। এ অভিযোগ পেয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে শহরের ট্রাংক রোডে অভিযান চালানো হয়।

অভিযানে সৌদিয়া ও আল-ফাহাম রেস্টুরেন্টকে যথাক্রমে ৪ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিশপ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

কাউসার মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।