খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়া অপর এক শিশুকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ১১টার সময় রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ফরহাদ বাগান টিলা এলাকার আবুল বশরের ছেলে। সে পূর্ব বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের প্রতিবেশী জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঝড়বৃষ্টিতে গর্তটিতে পানি জমেছে এবং ওই পানিতে শিশুরা খেলা করার একপর্যায়ে ইমন নামে এক শিশুকে ডুবে যেতে দেখে শহিদুল ইসলাম ফরহাদ তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে সেই পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে দ্রুত রামগড় উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, কয়েকটি বিশাল সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে কৃষি জমির বালু উত্তোলন, পাহাড় কেটে বাগান টিলার পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে দিয়েছে। তাদের বিরুদ্ধে কয়েকবার অভিযান জরিমানা করেও থামানো যাচ্ছে না।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শাহ আবরার জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। মৃত্যু নিশ্চিত জানানোর পরপর স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ পানিতে ডুবে শিশু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থলে থানা পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এডি/এসআইএস