ঢাকা: ডেমরার ধার্মিকপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনসহ আরও দুজনকে।
১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ডেমরার ধার্মিকপাড়া এলাকায় গ্যারেজে থাকা ১৪টা বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে রাত পৌনে ১০টার দিকে আগুন নেভায়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
এজেডএস/আরএইচ