ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে ডিএনসিসি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভিক্ষাবৃত্তি করার অভিযোগে ১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকা ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন, মাহবুব হাসান ও মাহমুদুল হাসান।

 

বুধবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।  

অভিযানে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, বিভিন্ন এলাকা ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি সেসব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গুলশান-বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতে দেখা যায়। আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০২৪
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।