ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
মেহেরপুরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর: বেধে দেওয়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মেহেরপুর শহরের ছয় মাংস বিক্রেতাকে তিন হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

শুক্রবার (০৫ মার্চ) সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি এবং সরকারি আইন অমান্য করায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় মাংস ছয় ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, বেঁধে দেওয়া ৬৮০ টাকার স্থলে ৭০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিলেন তারা। এছাড়া মাংস ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করেনি। আগামীতে মাংসের বাজারে তদারকি অব্যাহত থাকবে।

এ সময় মেহেরপুর সদর থানার সেনেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।