ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সংঘাত ছাড়াই ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা হয়েছে: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
সংঘাত ছাড়াই ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা হয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকা: এবছরই প্রথম গার্মেন্টস সেক্টরে বড় কোনো সংঘাত ছাড়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় তহবিল থেকে পোশাক শিল্প শ্রমিকদের মৃত্যু জনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সহায়তা ও শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানটির আয়োজন করে বিজিএমইএ।  

দুই লাখ টাকা করে মৃত্যু জনিত ক্ষতিপূরণ পাচ্ছেন ২০০ জন, ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা পাচ্ছেন ৫০০ জন।  

প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রথম যেদিন আমি চেয়ারে বসেছি, সেদিন মালিক-শ্রমিকদের নিয়ে সফল একটি সভা করেছিলাম। ওই সভায় আলোচনা ছিল ঈদের আগে মালিক ভাইয়েরা শ্রমিকদের বেতন-বোনাস দেবেন। উভয়ের সহযোগিতা আমরা এ কাজটি করতে সফল হয়েছি।

আমি প্রধানমন্ত্রীকে আনন্দের সঙ্গে বলেছি, আমার মনে হয়, এবছরই প্রথম, গার্মেন্টস সেক্টরে বড় কোনো সংঘাত ছাড়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এর জন্য আমি মালিক ভাইদের ও শ্রমিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছেন। এ কৃতিত্ব আমার নয় এটা মালিক-শ্রমিক সবার। আমরা এখানে যারা আছি বিজিএমইএ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাই, মালিকরা ও শ্রমিকরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত।

তিনি আরও বলেন, আপনারা জানেন বঙ্গবন্ধু তার যৌবনের সোনালি দিন ১৪ বছর কারাগারে ছিলেন। তিনি এদেশের মানুষদের ভালোবাসতেন, দেশের গরিব-দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলতেন। এটাই ছিল তার অপরাধ। আমরা সেই নেতার অনুসারী।

তিনি বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশ বিশ্বের গার্মেন্টস সেক্টরে দ্বিতীয়। আমাদের কর্ম ব্যাপকতা বিশ্বের মধ্যে দ্বিতীয়। আমার মনে হয় এটা বাঙালিদের জন্য গর্ভের জায়গা। সেই জায়গাটাকে আমাদের ধরে রাখতে হবে।  

প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রী আমাকে এখানে বসিয়েছেন। আমি চাই, কোনোভাবেই যেন প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন না হয়, সেভাবেই আমরা কাজ করছি। এখানে কোনো ধরনের বিরক্ত হবার সুযোগ নেই। আমার তো মুক্তিযুদ্ধের সময় মৃত্যু হবার কথা ছিল, আল্লাহ আমার জীবনকে এক্সট্রেনশন করেছেন। এখানে কোনো অনিয়ম দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন। আমি আপনাদের (মালিক-শ্রমিক) যেকোনো সমস্যার সমাধানে কাজ করবো।  

তিনি বলেন, শ্রমিকদের রেশন কার্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ঈদের পরের মাসে রেশন কার্ড কীভাবে দেওয়া হবে সেই কর্মপরিকল্পনা শুরু হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ এর প্রেসিডেন্ট এম এম মান্নান (কচি), বিজিএমইএ এর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক মোল্যা জালাল উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।