ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ২৫০০ হাজার স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ‍্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে।

একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।  

বুধবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এসব তথ‍্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার।  

এ লক্ষ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

জানা যায়, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও জেলাখানা মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মাঠগুলোতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে তৌহিদুল আনোয়ার আরও বলেন, হাসি আনন্দে ঈদ সবার জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে বলে প্রত্যাশা করছি।  

বাঙলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।