ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কারে আগুন

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি প্রাইভেট কার আগুনে পুড়েছে। গাড়িটিতে অনেক সময় ধরে আগুন জ্বলছিল।

 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। রাজধানীর বিমানবন্দর থেকে বনানীর দিকে যাওয়ার পথে কুড়িল বিশ্বরোডের কাছে এক্সপ্রেসওয়ের ওপর গাড়িটিতে আগুন লাগে।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিক তথ্যে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আকতার।  

তিনি জানান, প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটির তেলের ট্যাংক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়ের ওপরে কুড়িল এলাকায় একটি প্রাইভেট কারে আগুনের সংবাদ পেয়ে কুর্মিটোলার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে কেউ হতাহত হননি। তবে কী কারণে আগুন লেগেছে তদন্ত করে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।