ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে গরুসহ ট্রাক রেখে পালাল চোর, আগুন দিল স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
ঘাটাইলে গরুসহ ট্রাক রেখে পালাল চোর, আগুন দিল স্থানীয়রা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচটি গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। প‌রে উত্তে‌জিত গ্রামবাসী গুরুগু‌লো উদ্ধা‌রের পর ট্রাকে আগুন ধ‌রি‌য়ে দেয়।

বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চু‌রি করা পাঁচটি গরু ট্রাকে করে নি‌য়ে যাওয়ার সময় তা‌দের অস্বাভাবিক আচরণ দে‌খে স্থানীয়‌দের সন্দেহ হয়। প‌রে স্থানীয় লোকজন ট্রাকটি ধাওয়া করলে চালক গ্রা‌মের রাস্তা ঠিকমতো চিনতে না পারায় গাড়িটি জামুরিয়ার গালা এলাকায় রে‌খে পা‌লি‌য়ে যায়। পরে গ্রা‌মের লোকজন গরু নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ট্রাকের মা‌লি‌কের খোঁজ পায়‌নি পু‌লিশ।

ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, উদ্ধার হওয়া গরুগু‌লো চু‌রি করা হয়েছিল। চোর চক্র হয়তো কোথাও থেকে গরুগুলো চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের ধরতে অ‌ভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।