ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
বড়াইগ্রামে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মো. মোজাহার আলী ওরফে মজাম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মিজানুর রহমান (৩৫) নামে এক ভ্যানযাত্রী।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহার উপজেলার আগ্রান এলাকার শাহাদ আলীর ছেলে। আর আহত মিজানুর রহমান একই উপজেলার নুরদহ গ্রামের বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলীমুল আল রাজি এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে আগ্রান বাজার এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক মোজাহার আলী। এসময় গুরুতর আহত হন ভ্যানযাত্রী মিজানুর রহমান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত মিজানুর রহমানকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।