ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে মারামারির সময় ছুরিকাঘাতে কিশোর রক্তাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ৩, ২০২৪
মিরপুরে মারামারির সময় ছুরিকাঘাতে কিশোর রক্তাক্ত

ঢাকা: রাজধানী মিরপুরের পীরেরবাগে মারামারিতে মাইন উদ্দিন (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। পুলিশ বলছে, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে।

শুক্রবার (৩ মে) দুপুরের দিকে পীরেরবাগের মাইকের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মারামারির সময় মাইন উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, মাইকের গলি এলাকায় একটি মারামারি ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মাইন উদ্দিনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৩, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।