ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কর্তৃপক্ষের ছুরিকাঘাতে ইমরান হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মোনারমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গ্রামের আব্দুস সোবহান মিয়ার সঙ্গে আব্দুল লতিফ আকন্দের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-বিরোধ চলে আসছিল। এর জেরে আজ বিকেলে মোনারমোড় এলাকায় একটি ফার্নিচারের দোকানে বসে থাকা ইমরানের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। হামলাকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান ইমরান।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।