ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগতিতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ৮, ২০২৪
রামগতিতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চরআফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

বুধবার (৮ মে) বিকেল নির্বাচন চলাকালীন সময়ে দোয়াত কলম ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ ঘটনায় উভয়পক্ষের উভয়পক্ষের অন্তত আট কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

স্থানীয়রা জানান, দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। তাদের আক্রমণের শিকার হয়ে কাপ-পিরিচ প্রতীকের কর্মীরা পাল্টা ধাওয়া দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের অন্তত আট কর্মী আহত হন।

মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। এক পর্যায়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়।  

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (৮ মে) অনুষ্ঠিত হয়েছে।

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন রোকেয়া বেগম (আনারস), মো. মাহবুবুর রহমান (মোটরসাইকেল), শরাফ উদ্দিন আজাদ (কাপ পিরিচ), আবদুল ওয়াহেদ (দোয়াত-কলম) ও জামসেদা জং চৌধুরী (হেলিকপ্টার)।  

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।