ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহাখালী বাস টার্মিনালের অবৈধ ২৫ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ৮, ২০২৪
মহাখালী বাস টার্মিনালের অবৈধ ২৫ দোকান উচ্ছেদ

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্তঃজেলা মহাখালী বাস টার্মিনালের পাশে অবৈধভাবে গড়ে তোলা একটি খাবারের হোটেলসহ ২৫টি দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বুধবার (৮ মে) দুপুরে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলমের নেতৃত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও মো. জালাল উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক সালমা জাহান খুকি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নাইন বলেন, মহাখালী বাস টার্মিনালের সীমানায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই দোকানগুলো চলছিল। একাধিকবার তাদেরকে নোটিশ করা হলেও তারা সরে যায়নি। মেয়রের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। ফলে এখন বাস টার্মিনালে আসা বাসগুলো পার্কিং করতে পারবে। সড়কে এলোমেলোভাবে বাস রাখা বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ৮ মে, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।