ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ১১ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ১০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ১১ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আগুন লেগে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে হয়েছে।  

শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে এ ঘটনা ঘটে।

 

সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, আগুন লাগার খবর পেয়ে ভোরে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ১১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল ফোন বিক্রি ও সার্ভিসিং, একটি স্বর্ণালঙ্কারের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের কাজ চলছে।


বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।