ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ী থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১৩, ২০২৪
যাত্রাবাড়ী থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার (১৩ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সজল (৩০), মো. শান্ত হোসেন (২২), মো. ওয়াশিম (২৪) ও মো. শাকিল হোসেন (২৪)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি চাকু জব্দ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, রোববার (১২ মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।