ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতার মার্কেটে আগুন, পুড়ে গেল ২৫ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
বিএনপি নেতার মার্কেটে আগুন, পুড়ে গেল ২৫ দোকান

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলালের মালিকানাধীন মার্কেটে আগুন লেগে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তুষভান্ডার বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, তুষভান্ডার বাজারে একটি মার্কেট নির্মাণ করে ভাড়া দেন বিএনপির সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে দুপুরে হঠাৎ আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মার্কেটের ২৫টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়।  

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।  তবে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট-২ আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।  

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আহমেদ বলেন, এমপি স্যারের নির্দেশে ক্ষতির তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।